সবার দায়িত্ব আছে, সব দায়িত্বই আমার না: সাকিব
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ নিয়ে কথা বলেন তিনি।
সাকিব বলেন, ‘আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে। ’
ভারতের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হচ্ছে। এবারের ম্যাচটি অবশ্য খুব বেশি মূল্য নেই টুর্নামেন্ট বিবেচনায়। এ ম্যাচে থাকছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবুও ভালো খেলার তাড়না থাকবে বলেই জানিয়েছেন সাকিব।
তিনি বলেন, ‘খেলার আগে কিভাবে বলব সহজ হবে না কঠিন হবে। আমরা যাবো যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন। ’ কী লক্ষ্য নিয়ে নামবেন এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আপনি নামলে কি করতেন নামার আগে? আমরাও সেটাই করব (জয়ের জন্য)। ’
এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে। এরপর আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয়। কিন্তু এই পর্বের দুটি ম্যাচেই হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ। তবুও দলের পারফরম্যান্সে কি আলাদা করে কোনো সন্তুষ্টির জায়গা আছে?
সাকিব বলেন, ‘এগুলো আসলে মিডিয়াতে বলার বিষয় না– কোন জায়গা নিয়ে আমি সন্তুষ্ট, কোন জায়গা নিয়ে আমি সন্তুষ্ট না। এগুলো আসলে আমাদের টিম ম্যানেজমেন্টের আলোচনা করার বিষয় এবং ওখান থেকে সমাধান বের করার বিষয়।’
আরপি/আআ
বিষয়: সাকিব আল হাসান ভারত বাংলাদেশ এশিয়া কাপ
আপনার মূল্যবান মতামত দিন: