বাঘায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
-2023-09-12-23-06-40.jpg)
রাজশাহীর বাঘায় ৫০ তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাপনী অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দ্রব্যমূল্য স্থিতিশীল, সরবরাহ স্বাভাবিক: সংসদে বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা শাখার সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান, অধ্যক্ষ জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, মকবুল হোসেন, রবিউল ইসলাম, রফিজ উদ্দিন, রবীন্দ্রনাথ প্রমুখ।
আরপি/এসআর-২০
বিষয়: জাতীয় স্কুল ক্রীড়া
আপনার মূল্যবান মতামত দিন: