বিপিএল
সাকিব-বাবর-হাসারাঙ্গায় মাতবে রংপুর রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে। এখনও অনেক সময় বাকি। তবে এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
দল গোছানোর শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। এদিন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। তবে তার আগেই সরাসরি চুক্তিতে পছন্দের কয়েকজন খেলোয়াড়কে লুফে নিয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে আগেই নিশ্চিত করেছে তারা।
আরও পড়ুন: নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিকেলে দ্বিপাক্ষিক বৈঠক
এবার নিশ্চিত হলো পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের নাম। এছাড়া শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্রেন্ডন কিং এবং আফগানিস্তানের পেসার ইহসানুল্লাহর সঙ্গে চুক্তি করে ফেলেছে রংপুর রাইডার্স।
গতবার রংপুরের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান ও আজমতউল্লাহ ওমরজাইকে এবারও ধরে রেখেছে দলটি।
আরপি/এসআর-১২
বিষয়: বিপিএল রংপুর রাইডার্স
আপনার মূল্যবান মতামত দিন: