শেরে বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে মূল স্কোয়াডে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এদিকে মিরপুরে টাইগারদের রুদ্ধদ্বার অনুশীলনের মাঝেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা।
বৃষ্টির কারণে আগের দিন অনুশীলন হয়নি। সোমবারও (১৪ আগস্ট) নির্ধারিত সময়ে অনুশীলন শুরু হয়নি একই কারণে। বেলা তিনটার দিকে বৃষ্টি কমলে ক্রিকেটাররা মাঠে নামনে। শিডিউল অনুযায়ী আজও ক্লোজডোর অনুশীলন চলছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। অনুশীলন শুরুর ৩০ মিনিটের মধ্যেই হুট করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ ১৮ মৃত্যু, ভর্তি ২৪৮০
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিমরা তখন অনুশীলনে ব্যস্ত ছিলেন। পূর্ব গ্যালারির ফ্লাডলাইটে হুট করে আগুন লেগে যায়। ওই সময় ম্যাচ সিনারিওতে ব্যাটিং করছিলেন মুশফিক-নাজমুল হোসেন শান্ত। আগুনের ঘটনায় তারা অনুশীলন বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। তবে আগুন লাগলেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এই ব্যাপারে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লাগে। তবে ফ্লাডলাইটের কোনও ক্ষতি হয়নি বলে জানান তিনি।
আরপি/এসআর-১২
আপনার মূল্যবান মতামত দিন: