প্রোটিয়াদের উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পরাজয় দিয়ে সিরিজ শুরু করলেও শেষটা ভালোই করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লাভের ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে জুনিয়র টাইগাররা।
সোমবার (১৭ জুলাই) রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ও দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের পঞ্চম ওয়ানডে।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। নির্ধারিত ৫০ ওভারের খেলার ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভিড টেজার। এছাড়াও জুয়ান জেমস ৩২ রান ও রিচার্ড ২৭ রান করেন।
উত্তেজনাপূর্ণ ম্যাচে কঠিন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে জয়ের ভীতটা গড়ে দেন টাইগার বোলাররা। বাংলাদেশের হয়ে ৮.৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন মাহফুজুর রাব্বি। এছাড়াও বর্ষন ৫৩, রিজান ১৫ ও রাফিউজ্জামান ৩৯ রানের বিনিময়ে দুইটি করে উইকেট লাভ করেন।
এদিকে ২১১ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের দুই ওপেনারের। দলীয় ৪০ রানে ব্যক্তিগত ১৩ রানে আউট হন রিজওয়ান। মাত্র ৮ রানের ব্যবধানে রিজানকে হারিয়ে বসে স্বাগতিক দল। উদ্বোধনী ব্যাটার আদিল বিন সিদ্দিক অপর ব্যাটার আরিফুলকে সাথে নিয়ে দলীয় স্কোরের সাথে ১৩৫ রান যোগ করেন। এসময় আদিল ব্যক্তিগত ৫৮ রানে আউট হলে বাংলাদেশ দল কিছুটা চাপে পরে।
প্রতিকূল পরিস্থিতিতে একাই দলকে টানতে থাকে আরিফুল। ব্যক্তিগত ৬৮ রানে অরিফুলের পতনে বিপদের মাত্রা বেড়ে যায় স্বাগতিকদের। ১৮৯ রানে ৭ উইকেট হারিয়ে বসলে দলের দায়িত্ব নেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দায়িত্ব নিয়ে ৪৭.১ ওভারে ২১১ রান তুলে সিরিজ জয় উপহার দেন দলনেতা। অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ২২ বলে অপরাজিত ১৫ রান করেন।
সফরকারীদের সবচেয়ে সফল বোলার লিয়াম এলডার। ৯ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেনে তিনি।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ দলের আরিফুল ইসলাম ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন রাফিউজ্জামান রাফি।
আরপি/এসআর-০২
বিষয়: অনুর্ধ্ব-১৯ ক্রিকেট ওয়ানডে
আপনার মূল্যবান মতামত দিন: