রাজশাহী মঙ্গলবার, ৩০শে মে ২০২৩, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩০


সাকিবের প্রথম 'শর্ট ফিল্ম' মুক্তি আজ


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৩ ১৩:২১

আপডেট:
৩০ মে ২০২৩ ০০:২৭

ফাইল ছবি

টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান মানেই যেন একের পর এক আলোচনার বিষয়বস্তু। এবার মাঠের ক্রিকেট ছাপিয়ে নতুন এক অভিজ্ঞতা নিয়ে সবার সামনে হাজির হচ্ছেন টাইগার অলরাউন্ডার। বিজ্ঞাপনের শুটিং, কিংবা কোনো শো রুম উদ্বোধন সব জায়গায় সমানভাবে ছিলেন তিনি। এবার পর্দায় তাকে অভিনয়ে দেখবেন ভক্তরা।

সাকিব আল হাসান বিমানের একটি অনুষ্ঠানে বলেছিলেন যে পারে সে সবই পারে। সেই কথাটির যেন যথার্থ মূল্যায়ন করলেন তিনি। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব। মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ্য চলচিত্র।

গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন খেলার ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুনী অভিনেতা।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top