পাপন-সালাউদ্দিনের বাক যুদ্ধ নিয়ে মুখ খুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কয়েকদিন ধরে দেশের ফুটবলে আলোচিত বিষয় নারী ফুটবল। কারন অর্থের অভাবে সাফ চ্যাম্পিয়ন মেয়েরা মিয়ানমারে অনুষ্ঠিতব্য অলিম্পিক বাছাইয়ে অংশগ্রহণ করতে পারেনি সাবিনা-কৃষ্ণা রানীরা। এরপরেই পাল্টাপাল্টি খোঁচা চলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। দুই পক্ষের এমন মন্তব্যের পর রোববার গণমাধ্যমে মুখ খুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
কয়েকদিন আগে বাফুফে সভাপতি মিয়ানমারে নারী ফুটবলারদের অর্থের অভাবে নিতে না পারার কারণ জানাতে এসে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে পাপনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে 'নাটক' শব্দটি ব্যবহার করেছেন। এই বিষয়টি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে খুব অশোভনীয় লেগেছে, এ নিয়ে তিনি বলেন ‘কেন যেন উনি এ কথা বললেন, কোনোভাবেই বোধগম্য নয়। এটাকে নাটক বলা বা কটাক্ষ করা কখনোই শোভনীয় নয়। খুবই অশোভনীয় হয়েছে। আরো কঠিন ভাষায় বলা যায় কিন্তু বলব না।’
এমন মন্তব্য করার ক্ষেত্রে আরো সচেতন হবার কথা বলে ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘তিনি আমাদের ক্রীড়াঙ্গনের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আশা করি তিনি মন্তব্য করার ক্ষেত্রে আরো সচেতনতা অবলম্বন করবেন।’
নারী ফুটবল দল অলিম্পিক বাছাইয়ে যেতে পারেনি এ নিয়ে সারা দেশেই তুমুল আলোচনা চলছে। এই বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে অবহিত করবেন বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘আগামীকাল আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি বিস্তারিতভাবে অবহিত করবো। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের খেলায় অনেক পৃষ্ঠপোষকতা করেন, সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট। সেই নারীরা যখন অল্প কিছু টাকার জন্য খেলতে যেতে পারেনি, এটার পেছনে নিশ্চয়ই অন্য কিছু আছে।’
আরপি/এসআর-০৭
আপনার মূল্যবান মতামত দিন: