রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আইরিশদের বিপক্ষে নতুন মাইলফলক মুশফিকের


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৩ ২৩:৪৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৪:৩৭

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসে আয়ারল্যান্ড। ফলে ঘরের মাঠে আইরিশদের পেয়ে একের পর এক দলগত মাইলফলক গড়ে গেছে টাইগাররা। তেমনি নিজের ব্যাক্তিগত মাইলফলক গড়লেন মুশফিকুর রহিম। সিলেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করার দিনে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এছাড়া আইরিশদের বিপক্ষে জয়ের দিন টাইগারদের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে আরেকটি মাইলফলক ছুঁলেন মুশফিক।

এদিন তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে (তিন ফরম্যাট মিলিয়ে) ১৪ হাজার রান পূর্ণ করেন মিস্টার ডিপেন্ডেবল। প্রথম ইনিংসে বাংলাদেশের দুঃসময়ে কাণ্ডারী হয়ে ১২৬ রানের দারুণ এক ইনিংস খেলা মুশফিক দ্বিতীয় ইনিংসেও সাবলীল ব্যাটিং করছেন। ৪৮ বলে অপরাজিত থেকে করেছেন ৫১ রান। ফলে এই ইনিংসের পথে ১৪ হাজারে পৌঁছে যান মুশফিকর।

১৪ হাজার রান পূর্ণ করার পথে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৪৫ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৮৮ গড়ে ৭ হাজার ৪৫ রান করেছেন তিনি, যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ১০২ টি-টোয়েন্টিতে মুশফিকের রান ১ হাজার ৫০০।

৮৫ টেস্টে ৫৪৯৮ রান, ২৪৫ ওয়ানডেতে ৭০৪৫ রান ও ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান এখন ৪৩২ ম্যাচে ৪৭৯ ইনিংসে ১৯টি সেঞ্চুরি ও ৭৫টি হাফ-সেঞ্চুরিতে ১৪০৪৩। মুশফিকের আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ রান পূর্ণ করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৩৮১ ম্যাচের ৪৪৩ ইনিংসে ২৫টি সেঞ্চুরি ও ৯৩টি হাফ-সেঞ্চুরিতে ১৫০৪৫ রান আছে তামিমের।

বাংলাদেশের হয়ে তামিম-মুশফিকের পর তিন ফরম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। ৪১১ ম্যাচের ৪৫২ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৯৬টি হাফ-সেঞ্চুরিতে এ পর্যন্ত ১৩৮৮৫ রান করেছেন টাইগার এই অলরাউন্ডার।

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top