রাজশাহী শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২


আইরিশ ব্যাটারের দাবি ‘চাপে আছে বাংলাদেশ’


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৩ ০৫:৪৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ১১:০৩

ছবি: সংগৃহীত

৪ উইকেট হারিয়ে ২৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করলেও। তৃতীয় দিনে লরকান টাকারের সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে দিন শেষ করেছে আয়ারল্যান্ড। ফলে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তৃতীয় দিন শেষে ১৩১ রানের লিড নিয়েছে অ্যান্ড্রু বালবির্নির দল। এদিকে আইরিশদের এমন ঘুড়িয়ে দাড়ানোর ফলে চাপে আছে বাংলাদেশ মনে করেন টাকার। 

বাংলাদেশের জয়ের স্বপ্ন উল্টো দেখছে আইরিশরা। লরকান টাকারের কথায় তাই ফুটে উঠে। অভিষেকেই সেঞ্চুরি হাঁকানো লরকান টাকার জানালেন, ম্যাচের এই অবস্থায় চাপে আছে বাংলাদেশই। তিনি মনে করছেন, আর ৪০-৫০ রান করতে পারলেই বাংলাদেশকে বিপদে ফেলা যাবে। তার ভাষায়, ‘উইকেট যথেষ্ট ভালো আছে। এটা কিছুটা ভাঙবে। হয়তো হঠাৎ জাদুকরি কিছু হবে। আমরা জানি কাল জেতার জন্য উইকেট নিতে পারব। আশা করছি, বাংলাদেশকে ভালো একটা টার্গেট দিতে পারব। আমার মনে হয়, সব চাপ এখন তাদেরই।’

ফলে আইরিশ এই ব্যাটারের কথায়; চতুর্থ দিনে শেষ দুই উইকেটে অন্তত আরও ৪০-৫০ রান যোগ করার লক্ষ্য ঠিক করেছে তারা। এ নিয়ে তিনি বলেন, ‘যদি ১৭০-১৮০ রানের লক্ষ্য দিতে পারি তাহলে খুবই খুশি হবো। আরও ৪০-৫০ রান করতে হবে।’

অন্যদিকে নিজেদের ব্যাটিং নিয়ে টাকার বলেন, ‘আমরা চাপের ভেতর ছিলাম, চেষ্টা করেছি টিকে থাকতে। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। যত যাবো তত শিখবো। আমরা একটা সময়ের জন্য আটকে ছিলাম এরপর সাফল্য পেয়েছি। কালকে আমরাই এগিয়ে থেকে নামবো।’

 

 

আরপি/এসআর-২১


বিষয়: ক্রিকেট


আপনার মূল্যবান মতামত দিন:

Top