বৃষ্টির পরই রান আউট হলেন লিটন

ভারতের বড় রানের জবাবে ৭ ওভারে উইকেট না হারিয়ে ৬৬ রান তোলে বাংলাদেশ। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় কার্টেল ওভারে ৯ ওভারে জয়ের জন্য আরও ৮৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। বৃষ্টির পরে মাঠে নেমেই রান আউটে ফিরেছেন লিটন দাস।
বাংলাদেশ ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৪ রান খেলছে। ক্রিজে থাকা নাজমুল শান্ত ২৪ বলে ২১ রানে খেলছেন। তার সঙ্গী সাকিব আল হাসান। লিটন ২৭ বলে ৬০ রান করে ফিরেছেন। সাতটি চার ও তিন ছক্কা মেরেছেন তিনি। জয়ের জন্য বাংলাদেশের এখনও দরকার ৪২ বলে ৬৭ রান।
এর আগে রাহুল ও কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ভর করে বড় রান তোলে ভারত। টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলি ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন। আটটি চার ও একটি ছক্কা তোলেন তিনি। এছাড়া কেএল রাহুল ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেন। তিনটি চার ও চারটি ছক্কা তোলেন ডানহাতি এই ব্যাটার।
এছাড়া সূর্যকুমার যাদব ১৬ বলে চারটি চারে ৩০ রানের ইনিংস খেলেন। বল হাতে তাসকিন দুর্দান্ত করেছেন। ৪ ওভারে ১৫ রান দেন তিনি। সাকিব ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। পেসার হাসান মাহমুদ ৩ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ৪৭ রান। অন্য পেসার শরিফুল ৪ ওভারে ৫৭ রান দিয়ে বসেন।
আরপি/ এসএইচ ০৫
বিষয়: বাংলাদেশ
আপনার মূল্যবান মতামত দিন: