রাজশাহী শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন শাকিরা-বিটিএস


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২২ ০৫:০৫

আপডেট:
৭ ডিসেম্বর ২০২৪ ০৮:২৪

২০২২ কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি এক মাসেরও কম সময়। যে কোনো বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তগুলোর মধ্যে একটি এর উদ্বোধনী অনুষ্ঠান। ২০ নভেম্বর কাতারের জোর শহরের আল বায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে কারা গান গাইবেন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি ফিফা। তবে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে জানিয়েছে, শাকিরা, দুয়া লিপা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় বয় ব্যান্ড বিটিএস'কে দেখা যাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে।

টোটাল রিপোর্টার এর তথ্যমতে, কলম্বিয়ার গায়িকা শাকিরাকে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে। তার সঙ্গে থাকবেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা এবং বয় ব্যান্ড বিটিএস। উল্লেখ্য, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে 'ওয়াকা, ওয়াকা ' গানটি দিয়ে বিশ্ব মাতিয়েছিলেন শাকিরা।

উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে ফিফা'র পক্ষ থেকে এখনও চূড়ান্ত করে কিছু জানানো হয় নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যমতে, এবারের কাতার বনাম ইকুয়েডর ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানটিতে থাকবে বেশ কিছু বড় চমক।

আরপি/ এসএইচ 



আপনার মূল্যবান মতামত দিন:

Top