রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


জেমি ডে’র অভিযোগে বাফুফেকে ফিফার জরিমানা


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ০৬:২১

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৮:২৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে। সাফল্যের দিক দিয়ে যিনি এগিয়ে ছিলেন অতীতের অনেক কোচ থেকে।চলতি বছর আগস্ট পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল বাফুফের। কিন্তু গেল বছর অক্টোবরে হঠাৎই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় জেমিকে।

জেমি ডে’র দাবি, আগস্ট পর্যন্ত বেতন পাওয়ার চুক্তি ছিল বাফুফে থেকে। গত কয়েকমাস ধরে আইনি লড়াই চালিয়ে গেছেন তিনি। তার অভিযোগের প্রেক্ষিতে বাফুফেকে জরিমানা করেছে ফিফা। এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। 

ভিডিও বার্তায় আবু নাইম সোহাগ বলেন, ‘বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ জেমি ডে তার বেতন-ভাতা সম্পর্কিত বিষয়ে ফিফার নিকট আাবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে ফিফা কর্তৃক বাফুফেকে একটি নির্দিষ্ট পরিমান জরিমানা প্রদানের কথা বলা হয়েছে। ’

এই বিষয়ে বাফুফের লিগ্যাল ডিপার্টমেন্ট পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সোহাগ। তিনি বলেন, ‘ফিফার জরিমানার বিষয়ে বাফুফের লিগ্যাল ডিপার্টমেন্ট কাজ করছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবেনে। আপিল প্রক্রিয়া থেকে শুরু সকল পদক্ষেপ তারাই নেবে। ’

জরিমানার বিষয়ে জেমি ডে জানায়, ‘আমি ফিফায় বাফুফের বিপক্ষে আবেদন করেছিলাম। তারা বাফুফেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জরিমানা করেছে। গোপনীয়তার কারণে এই মুহুর্তে টাকার অঙ্কটা জানাতে পারছি না। তবে ফিফার সিদ্ধান্তে আমি খুশি। ’

আরপি/ এসএডি-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top