বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় দিবালা
লিওনেল মেসির পর এবার ইনজুরিতে পড়লেন রোমার আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। সোমবার (১০ অক্টোবর) ইতালিয়ান 'সিরি এ' লিগে লিচের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন দিবাল। বিষয়টি নিশ্চিত করেছে রোমার কোচ মরিনহো।
কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের বাকী আর মাত্র ১ মাস। তার আগেই এমন ইনজুরি শঙ্কায় ফেলেছে দিবালার বিশ্বকাপে খেলা। 'সিরি এ' লিগে লিচের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে গোল করেছিলেন এই স্ট্রাইকার। কিন্তু দ্বিতীয়ার্ধে পায়ে আঘাত পেয়ে খুড়িয়ে খুড়িয়ে হেঁটে মাঠ ছাড়েন দিবালা।
ম্যাচ শেষে রোমা কোচ মরিনহো সংবাদ সংস্থা 'ডিএজেডএন'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'সত্যিই দিবালার যেই বর্তমান অবস্থা তাতে আমার মনে হয় না যে সে ২০২৩ এর আগে ফুটবল খেলতে পারবেন, বিশ্বকাপের আগে এমন ইনজুরি খুবই সত্যি হতাশাজনক।'
এদিকে, ফেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে পায়ে চোট পান মেসি।
আরপি/ এসএডি-02
বিষয়: দিবালা
আপনার মূল্যবান মতামত দিন: