রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


চার দশক পর ফুটবলে মেতে উঠলো বৃদ্ধরা


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৭

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৯

ছবি: ফুটবল খেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪০ বছর পর ফুটবল খেলায় মেতে উঠলো এক ঝাঁক বৃদ্ধা। প্রত্যেকের বয়স ৬৫ বছরের ওপরে। বয়সের ভারে অনেকেই খেলার শক্তি হারিয়েছে অনেক আগেই ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ঘোড়াঘাট কেন্দ্রীয় কবর স্থান সংলগ্ন মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলাকে সবাই একটা নির্দিষ্ট বয়সে শুরুর সময় নির্ধারিত না হলেও শেষটা সবাই মানেন। শিশু থেকেই নানা খেলার মাধ্যমে সবাই বড় হয়। একটা বয়স পর্যন্ত অনেকেই খেলেন তারপর ছেড়ে দেন। কিন্তু সেসব খেলা ছেড়ে দেওয়ার প্রায় ৪০ বছর পর বৃদ্ধ বয়সে এসে ফুটবল খেলায় মেতেছে একদল বৃদ্ধ ।

বয়সের সঙ্গে খেলার মিল না থাকলেও রেফারির বাঁশির শব্দ আর ফুটবলের পিছু ছাড়ছেন না কেউই। মনোবল থাকলেও শারীরিক অক্ষমতার কারণে যৌবনকালের মতো ফুটবলের সঙ্গে দৌড়াতে পারছে না অনেকেই । বলের সঙ্গে পা রাখতেই পড়ে যাচ্ছে, তারপরেও থেমে নেই। নির্ভয়ই ছুটে চলছে মাঠে, বলটি নিয়ে গোল দিতে যেতেই হবে।

সাধারণ মানুষকে আনন্দ দিতে এবং বৃদ্ধদের একঘেয়ামি ও মানসিকতার পরিবর্তনের জন্য এই ব্যতিক্রম খেলার উদ্যোগ নেন ঘোড়াঘাট বাগানবাড়ি মানব কল্যাণ ক্লাব। মন্টু একাদশ বনাম সাহাজান একাদশ খেলায় অংশগ্রহণ করেন। এ ব্যতিক্রম খেলা দেখতে মানুষের ভিড় অনেক লক্ষ্য করা গিয়েছে।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top