এশিয়া কাপ- ২০২২
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিল ভারত

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের চলতি আসরের গ্রুপ এ-তে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।
টস জিতে যে কোনো দলেরই এই মাঠে প্রথম চাওয়া আগে বল করা। কারণ দুবাইয়ের এই মাঠে সবশেষ ১১ টি ম্যাচে আগে বল করা দল জয় পেয়েছে ১০ টিতে আর মাত্র ১ বার জয়ের দেখা পেয়েছে পরে ফিল্ডিং করা দল।
দ্বিপাক্ষিক সিরিজে এখন মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। দীর্ঘ প্রায় এক বছর পর লড়বে চির চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তবে এবারের এশিয়া কাপে এক বার নয় দেখা যেতে পারে তিন তিন বার।
মুখোমুখি দুই দলের সবশেষ লড়াইয়ে দুবাইয়ের এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বড় জয়ের স্বাদ পায় ভারত। এবারের এশিয়া কাপে কুড়ি ওভারের ফরম্যাটে হওয়ায় আজ ম্যাচ জিতে সে হারের শোধ তুলতে চাইবে রোহিতের দল।
আজকের ম্যাচ দিয়ে আন্তর্জান্তিক টি-টোয়েন্টিতে ১০০তম ম্যাচ খেলতে নামছেন অনেকদিন ধরে রান খরায় থাকা সাবেক ভারত অধিনায়ক ভিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে বরাবরই দুর্দান্ত পারফরম করা কোহলিও চাইবেন আজকে ম্যাচ দিয়ে রানে ফিরতে।
আরপি/ এসএডি-০৩
বিষয়: ভারত-পাকিস্তান ফিল্ডিং এশিয়া কাপ
আপনার মূল্যবান মতামত দিন: