রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


বয়কটের ভাবনায় আর্চার!


প্রকাশিত:
২৩ আগস্ট ২০১৯ ০০:০৩

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৯:১৩

ছবি: জোফরা আর্চার

জোফরা আর্চার।জন্ম ওয়েস্ট ইন্ডিজে হলেও মাঠ কাঁপাচ্ছেন ইংল্যান্ডের হয়ে।প্রথম বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তার।গতির ঝড়ে বিশ্বকাপ মাতিয়ে সাদা পোশাকের ক্রিকেটে আরও রুদ্ররূপে হাজির হয়েছেন তিনি। লর্ডসে অভিষেক টেস্টে তার বিধ্বংসী স্পেল বহুদিন চোখে লেগে থাকবে ক্রিকেটপ্রেমীদের এমন ভীতিজাগানিয়া গতিময় বোলিং বহুদিন দেখা যায়নিপ্রতিপক্ষ দলের স্টিভেন স্মিথকে বাউন্সারে ভূপাতিত করে অস্ট্রেলিয়ার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন আর্চার। ঘাড়ে মারাত্মক আঘাত পাওয়ায় হেডিংলিতে শুরু হতে যাওয়া অ্যাশেজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন স্মিথ

তাতেই তিনি বয়কটের মাথায় চলে এসেছেন। হা, সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার জিওফ বয়কট। আর্চারের প্রশংসায় পঞ্চমুখ তিনি। তিনি বলেন, স্মিথকে ধরাশায়ী করা একটি ডেলিভারিতেই অ্যাশেজের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন আর্চার। তার গোলার মতো বাউন্সারের মুখোমুখি হতে এখন বুক কাঁপবে অসি ব্যাটসম্যানদের। আর্চার যখন বডিলাইন সিরিজের স্মৃতি ফিরিয়ে এনেছেন, অস্ট্রেলিয়া তখন পাচ্ছে না তাদের আধুনিক ডন ব্র্যাডম্যানকে

 

চলতি অ্যাশেজে তিন ইনিংসেই দুর্দান্ত পারফর্ম করেছেন স্মিথ।তার স্কোর ১৪৪, ১৪২, ৯২- এমন একজনের অনুপস্থিতি তৃতীয় টেস্টে নিঃসন্দেহে ভোগাবে সিরিজে -০তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে। স্মিথকে হারানোর প্রতিশোধ নিতে হেডিংলিতে অস্ট্রেলিয়াও পারে বাউন্সারের পসরা সাজিয়ে বসতে। তাদের পেস ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী। আছে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, জেমস প্যাটিনসন মিচেল স্টার্কের মতো গতিময় সব পেসার

তবে বাউন্সার যুদ্ধে নামতে মোটও আগ্রহী নন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। ১৮ বছর পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জেতাই তার একমাত্র লক্ষ্য। ল্যাঙ্গারের ভাষায়, ‘ইংল্যান্ডকে হারানোর জন্য কোন পরিকল্পনা দরকার তা আমাদের জানা আছে। আমরা কখনই এমন কিছু করব না যা আমাদের আবেগতাড়িত করে একের পর এক বাউন্সার ছুড়তে উদ্বুদ্ধ করবে। এসেছি, কয়টা হেলমেট ভাঙতে পারলাম সেই হিসাব করতে নয়, আমরা এখানে টেস্ট জিততে এসেছি। ব্যাটসম্যানদের হাতে, ঘাড়ে কালো দাগ ফেলে ম্যাচ জেতা যায় না। তবে বাউন্সার অবশ্যই যে কোনো বোলারের অন্যতম অস্ত্র। এটা যদি প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আউট করতে সাহায্য করে, তাহলে আমরাও এটা ব্যবহার করব। অন্যথায় নিজেদের পরিকল্পনায় অটল থাকব।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top