রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


এশিয়া কাপ নয়, বিশ্বকাপ নিয়ে ভাবছেন সাকিব


প্রকাশিত:
২১ আগস্ট ২০২২ ০৫:১৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৮:১১

ছবি: সংগৃহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপের লড়াই। এই দুই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে হারের বৃত্তে আটকে যাওয়া ২০ ওভারের দলকে ঢেকে সাজাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে সাকিব আল হাসানকে অধিনায়কের আসনে বসিয়েছে বিসিবি। আবার টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার বেশ কয়েকদিন পর আজ শনিবার সংবাদমাধ্যমের সামনে আসেন তিনি। তবে সাকিব এশিয়া কাপ নিয়ে আশা দেখতে বারণ করলেন।

রাজধানীর বারিবাধায় একটি অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি, তার প্রস্তুতি হিসেবেই এসব। যদি মনে করি, একদিন-দুইদিনে কিছু বদলে দিতে পারব অথবা অন্য কেউ এসে বদলে দেবে; তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। বাস্তবসম্মত চিন্তা আপনি করেন, আশা করি বিশ্বকাপের তিন মাস সময় আছে, একটা উন্নতি যদি দেখেন, ওটাই আসলে আমাদের উন্নতি।’

তবে সফলতা পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাকিবের, ‘এই টি-টোয়েন্টি এশিয়া কাপে কতটুকু (সাফল্য) আসবে বলা মুশকিল, স্বল্প সময়। আমি যেটা বললাম, সবার দায়িত্ব আছে; কোচিং স্টাফ, বিসিবি, মানুষ, আপনারা সবাই যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা নতুন পথযাত্রা শুরু হবে।’

বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের অবস্থান কোথায়, সেটিও তুলে ধরেন সাকিব। এই অলরাউন্ডার বলেন, ‘যেখানে ২০০৬ সালে বোধহয় প্রথম খেলেছি। এরপর থেকে এ ফরম্যাটে খুব একটা ভালো কিছু নেই, শুধু একবার এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাদ দিয়ে। অনেক পিছিয়ে আছি। নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই। একটা বাচ্চা যখন হাঁটা শুরু করে তখন তার প্রথম ধাপগুলো অনেক কঠিন হয়, পরে ধীরে ধীরে সহজ হয়ে আসে। আশা করি, আমরা বাচ্চার মতো স্টেপ বাই স্টেপ হাঁটা শুরু করতে পারব। আস্তে আস্তে আমরা এগোতে পারব।’

 

আরপি/ এসএইচ ১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top