রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


আইসিসির সেরা দশে মুস্তাফিজ, তাইজুলের উন্নতি


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২২ ০৬:০৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৪:৪৮

সংগৃহিত

২০১৫ সালে অভিষেকের পর মুস্তাফিজুর রহমান আলোড়ন তুলেছিলেন গোটা ক্রিকেট বিশ্বে। তার কাটার নিয়ে রীতিমতো শুরু হয়েছিল গবেষণা। তবে সবই অতীত, এখন আর ব্যাটারদের কাছে 'দুর্বোধ্য' নন কাটার মাস্টার। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডের পারফরম্যান্সে বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এসেছেন মুস্তাফিজ। স্পিনার তাইজুল ইসলামও উঠে এসেছেন ১৮ ধাপ।

মঙ্গলবার আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ উপরে উঠে আসেন মুস্তাফিজ। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৪০। এদিকে ৪৬৯ পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ৫৩ নম্বরে রয়েছেন তাইজুল।

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মুস্তাফিজ ৫.২ ওভার বল করে ১৭ রান খরচায় নেন ৪ উইকেট। সেই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

তাইজুল সেই ম্যাচে ৩৪ রান দিয়ে নেন ২ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে বাঁহাতি অফ স্পিনার পেয়েছিলেন ১ উইকেট। অন্যদিকে, শেষ ওডিআইতে ২ ওভার বল করে ১৬ রানের বিনিময়ে ১ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজের হয়েছে অবনমন। দুই ধাপ পিছিয়ে ৮ম স্থানে আছেন তিনি।

ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে তামিম ইকবাল। টাইগার অধিনায়ক আছেন ১৬ নম্বরে। এক ধাপ এগিয়ে ৩৪তম স্থানে মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৮৫ রান করা আফিফ হোসেন ধ্রুব রয়েছেন ৮৩তম নম্বরে।

এদিকে অফফর্মে থাকা মুশফিকুর রহিম পিছিয়েছেন দুই ধাপ, নেমে গেছেন ২১ নম্বরে। জিম্বাবুয়ে সফরে ছুটি কাটানো সাকিব আল হাসান আছেন ৩২তম স্থানে। তবে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই সবার ওপরে সাকিব।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে পাক অধিনায়ক বাবর আজম। এরপরই যথাক্রমে ইমাম উল হক, রাসি ফন ডার ডাসেন, কুইন্টন ডি কক এবং ভিরাট কোহলি। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে ভারতের জাসপ্রিত বুমরাহ।

 

আরপি/ এসএইচ ০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top