বাংলাদেশ এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছে না

এশিয়া কাপের জন্য ভারত, পাকিস্তান ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ ঝুঁকি না নিয়ে ১৭ সদস্যের দল দিয়েছে। এই স্কোয়াডে ব্যাটসম্যানের ছড়াছড়ি হলেও এনামুল হক বিজয় আর পারভেজ হোসেন ইমন ছাড়া স্বীকৃত কোনো ওপেনার নেই। বিকল্প ভবনায় আছেন শেখ মেহেদী হাসান। এর বাইরে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে ভাবনায় রেখেছে ম্যানেজমেন্ট।
আজ সোমবার মিরপুরের বিসিবি ভবনে শোকাবহ ১৫ আগস্টের মূল অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, প্রতিপক্ষের বোলিং শক্তি বিবেচনায় সাজানো হবে ওপেনিং পজিশন।
তবে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে পেয়ে খুশি সুজন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার অধিনায়ক হিসেবে আক্রমণাত্মক। সেটিই দলের সাহায্য আসবে বলে মনে করেন সুজন।
সুজন বলছিলেন, ‘আমরা ভালো করছি না বলেই অনেক চেষ্টা করছি কীভাবে ভালো করা যায়। এটা ভালো যে, অধিনায়ক হিসেবে সাকিব ফিরে এসেছে। সাকিব আক্রমণাত্মক অধিনায়ক। আমরা সবাই এক বাক্যে স্বীকার করব, এই ফরম্যাটে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সাকিব। বৈশ্বিকভাবেও ও এই ফরম্যাটে অনেক ক্রিকেট খেলে।’
আরপি/ এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: