রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


হেরে গেল চেলসি


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ২২:০৯

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৬:৪১

ফাইল ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হেরে হেল চেলসি। শনিবার (২৩ নভেম্বর) ঘরের মাঠে প্রথমে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে চেলসিকে আতিথেয়তা জানায় সিটি। তবে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দু’দল। কিন্তু ২১তম মিনিটে মাতেও কোভাসিচের পাসে সফরকারীদের এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার কান্তে।

তবে সাত মিনিট পরই সমতায় ফেরে সিটি। ডেভিড সিলভার অ্যাসিস্টে ব্রুইনার শট ব্লুজ ডিফেন্ডার জুমার গায়ে লেগে গোলে পরিণত হয়। ম্যাচের ৩৭ মিনিটে হার্নান্দেজের বাড়ানো বল জালে জড়ান মাহরেজ। প্রথমার্ধেই ফের সমতায় ফেরার সুযোগ পায় চেলসি। সুযোগ হাতছাড়া করেন চেলসির আক্রমণভাগের খেলোয়াড়েরা।

সমতায় ফিরতে বলের দখল নিয়ে আক্রমণে ধার বাড়ায় চেলসি। একের পর এক আক্রমণে সিটির রক্ষণকে ব্যস্ত রাখে ল্যাম্পার্ডের শিষ্যরা। পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে সিটিও। সুযোগ কাজে লাগাতে পারেনি কোনো দলই। চেলসির অতিরিক্ত আক্রমণের ফলে রক্ষণ খানিকটা নড়বড়ে হয়ে পড়ে খেলার শেষদিকে।

নির্ধারিত সময়ের খেলা শেষে যোগ হওয়া সময়ে সুযোগ কাজে লাগায় সিটি। জেসুসের হেড থেকে পাওয়া বলে শট নেন স্টার্লিং। চেলসির গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালেও জড়ায়। কিন্তু ভার-এর সাহায্যে গোল বাতিল হলে ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ম্যানসিটিকে।

লিভারপুলের বিপক্ষে আগের ম্যাচ হারা সিটি লিগে ১৩ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চেলসি ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। লিভারপুল ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে। আর ২৯ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি দ্বিতীয়স্থানে।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top