রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


আবারও পাকিস্তানের কাছেই শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০৭:২১

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৪:৫৩

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে আবারও সেই পাকিস্তানের বিপক্ষে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ২০১২ সালের এশিয়া কাপে মাত্র দুই রানের জন্য জাতীয় দল হেরে গেলেও আশা ছিল অনূর্ধ্ব-২৩ দল ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতবে।


কিন্তু সেই পাকিস্তানের কাছেই সেই মিরপুরের শেরেবাংলায় ৭৭ রানে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে যায়।

শনিবার মিরপুরে টস জিতে প্রথমে বোলিং করে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে রোহেল নাজিরের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। দলের হয়ে ১১১ বলে ১২ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ১১৩ রান করেন নাজির। এ ছাড়া ৬২ রান করেন ইমরান রফিক। ৪২ রান করেন অধিনায়ক সৌদ শাকিল। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ৩ উইকেট নেন সুমন খান। দুই উইকেট নেন হাসান মাহমুদ।

টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান জাতীয় দলের তরুণ তারকা পেসার মোহাম্মদ হাসনাইনের গতির মুখে পড়ে ২২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন আফিফ হোসেন। ৪৬ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪২ রান করেন মেহেদি হাসান। পাকিস্তান ইমার্জিং দলের হয়ে হাসনাইন শিকার করেন ৩ উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন খুশদিল শাহ ও সাইফ বাদর।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top