বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মুশফিক
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রতি বছর পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে তিন ফরম্যাটের সেরা একাদশ ঘোষণা করে থাকে। ২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের একাদশে ছিল টাইগার ক্রিকেটারদের আধিপত্য। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান সেই একাদশে জায়গা পেয়েছিলেন। এই অর্জনের স্বীকৃতি স্বরূপ আজ বৃহস্পতিবার বিশেষ ক্যাপ পেলেন মুশফিক।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে বিশেষ এই ক্যাপ্টি পড়ে ছবি পোস্ট করেছেন তিনি। হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। আইসিসির লোগো সংবলিত ওই ক্যাপে লেখা, 'আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ার।'
গত বছর বাংলাদেশের সাফল্যে দারুণ অবদান রাখেন তিনি। ৯ ম্যাচ খেলে ব্যাটিংয়ে এক সেঞ্চুরিতে রান করেছেন ৪০৭, গড় ৫৮.১৪।
২০২১ বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লিং, জান্নেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।
আরপি/ এসএইচ ০৫
আপনার মূল্যবান মতামত দিন: