রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ক্রিকেটে এক বছরে আয় ২৩৭ কোটি


প্রকাশিত:
২১ জুলাই ২০২২ ০৫:৫৪

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৫:৩০

আর্থিক উন্নতির দিক বিবেচনায় ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে সেরাদের কাতারেই রয়েছে বাংলাদেশ।

গত অর্থবছরে ২৩৭ কোটি ৭ লাখ ৭ হাজার ৯৫৬ টাকা আয় করেছে দেশের ধনী বোর্ডটি। সব খরচ বাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এজিএম শেষে এমনটিই জানা যায়।

২০২০-২১ অর্থবছরে বিসিবির আয় হয়েছিল ২৩৭ কোটি ৭ লাখ ৭ হাজার ৯৫৬ টাকা। আর ব্যয় করা হয় ১৬৮ কোটি ২১ লাখ ৬৫ হাজার ২৬৩ টাকা। উদ্ধৃত আছে ৬৮ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৬৯৩ টাকা।

এজিএমে আর্থিক প্রতিবেদনে ২০২২-২৩ অর্থবছরে বিসিবির সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩৬২ কোটি টাকা ৬৬ লাখ ২৫ হাজার টাকা, সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৮৪ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ৫৪১ টাকা। আর উদ্ধৃত টাকা হলো ৭৮ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৪৫৯ টাকা।

দেশের ক্রিকেট বোর্ডের নগদ ও ব্যাংক জমার পরিমাণ হলো ২১৯ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৫৫৭ টাকা। এফডিআরে বিনিয়োগ আছে সাড়ে ৬শ কোটি টাকা। গত অর্থবছরে এফডিআর থেকে ইন্টারেস্ট বাবদ আয় হয়েছে ৪০ কোটি ৯১ লাখ ৭৬ হাজার ২৮৩ কোটি টাকা। পুঞ্জীভূত তহবিল ৯০১ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৮৮৪ টাকা।

 

তথ্যসূত্র: যুগান্তর

আরপি/এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top