রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


কাতার বিশ্বকাপের বাকি টিকিট বিক্রি শুরু আগামী সপ্তাহে

কাতার বিশ্বকাপের বাকি টিকিট বিক্রি শুরু আগামী সপ্তাহে


প্রকাশিত:
২ জুলাই ২০২২ ০৬:২৯

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৯:০১

‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে কাতার বিশ্বকাপের অবশিষ্ট টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে।

ফিফা বুধবার জানিয়েছে, এ পর্যন্ত ১.৮ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। তবে কত টিকিট অবিক্রীত রয়েছে তা জানায়নি ফিফা। আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর

পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে ৩২ দেশের ফুটবল বিশ্বকাপ। রাজধানী দোহা ও তার আশপাশে আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব ম্যাচ।

ফিফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বকাপের অবশিষ্ট টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে ৫ জুলাই থেকে। সব মিলিয়ে ৩০ লাখ টিকিট ছাড়া হবে। বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হাসান আল-থাওয়াদির দেওয়া তথ্য মতে, ১.২ মিলিয়ন টিকিট এরই মধ্যে বিক্রি হয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘দোহার ৮০ হাজার আসনের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের জন্য ৫০ লাখ টিকিটের অনুরোধ করা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:

Top