সাকিব-লিটন জুটিতে লিড পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকা টেস্টে লিড নিল বাংলাদেশ। সাকিব-লিটনের ব্যাটে ৮ রানের লিড নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ। দিনের শুরুতে মুশফিকুর রহিমকে হারালেও লড়াই করেছেন সাকিব-লিটন।
৫ উইকেট হারিয়ে ১৪৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৪৮ রানে লিটন ও সাকিব আছেন ৫২ রানে।
চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, ম্যাচ বাঁচাতে হলে মুশফিক ও লিটন জুটিকে ব্যাট করতে হবে লাঞ্চ পর্যন্ত। এরপর তিনি নিজে ক্রিজে গিয়ে সময় কাটাতে চান অন্তত তিন ঘণ্টা। লাঞ্চের আগে উইকেট হারালেও একটির বেশি হারানো যাবে না, বলেছেন সাকিব। প্রথম সেশনে একাধিক উইকেট হারালেই দলের জন্য বাজে হবে বলে ধারণা তার।
নিজের কথার মান রেখেছেন সাকিব। মুশফিক ফিরলেও লিটনকে নিয়ে প্রথম সেশন পাড়ি দিয়েছেন সাকিব।
আরপি/এসআর-০৪
বিষয়: ঢাকা টেস্ট লিড সাকিব-লিটন জুটি
আপনার মূল্যবান মতামত দিন: