রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ


প্রকাশিত:
১৫ মে ২০২২ ২০:৩৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০২:১৯

ফাইল ছবি

চট্টগ্রাম সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। ফলে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে।

আজ একাদশে সাত ব্যাটার ও চার বোলার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সাকিব আল হাসান থাকায় বোলার সংখ্যা মূলত পাঁচ জনই। পেস বোলার দুই জন ও স্পিনার তিন জন। সাকিব ও তাইজুলের সঙ্গে বাড়তি স্পিনার হিসেবে আছেন নাঈম হাসান। আর পেসারদের মধ্যে অবধারিতভাবেই আছেন শরিফুল ইসলাম। তার সঙ্গে জায়গা পেয়েছেন সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ পারফর্ম করা খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটকিপার), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: দ্বিমুথ করুণারাত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয় ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোসান ডিকওয়েলা (উইকেটকিপার), রামেশ মেন্ডিস, লাসিথ এমবুলডেনিয়া, আসিথা ফার্নান্দো ও ভিসওয়া ফার্নান্দো।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top