রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


এক হাজার কোটি টাকা ঋণ নিতে চায় বাফুফে


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২২ ২৩:২৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৯:৫৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবল সবসময়ই থাকে বিতর্কের শীর্ষে। ফিক্সিং কাণ্ড থেকে শুরু করে পর্যাপ্ত মাঠের সংকট সর্বোপরি জাতীয় দলের শোচনীয় পারফরম্যান্সে প্রায়ই সমালোচনার মুখে পড়েন কাজী সালাউদ্দিন ও বাফুফে। কিছুদিন আগেই জনপ্রিয় ব্যক্তিত্ব ও সমাজসেবক ব্যারিস্টার সুমন ‘বাংলাদেশের সবচেয়ে বেলইজ্জা লোক’ বলে আখ্যা দিয়েছিলেন সালাউদ্দিনকে। তবে এবার যেন ফুটবলের উন্নয়নে মন দিয়েছেন বাফুফে বস।

স্পেন থেকে ১০০০ কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা করছে বাফুফে। ফিফার নির্দেশনা অনুযায়ী বিশ্বমানের স্টেডিয়াম বানাতেই এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। তবে এখনও মেলেনি ইকোনমিক রিলেশনস ডিভিশনের (এআরডি) অনুমোদন।

এবিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘টাকার অ্যামাউন্ট প্রাথমিকভাবে আমরা শুনেছি ১০০০ কোটি টাকার উপরে। স্প্যানিশ অ্যাম্বাসেডর দিয়েছিল, সেটা এখন ইআরডিতে আছে। ইতোমধ্যে ২০টার ওপর সভা হয়েছে এই টাকাটা আমরা নেব কি না বা কীভাবে নেব সেই বিষয়ে।’

এদিকে বাফুফে সভাপতি সালাউদ্দিনের মনোযোগ এখন আন্তর্জাতিক মানের মাঠ ও শিশুদের খেলাধুলার উপযোগী মাঠ তৈরিতে। তিনি বলেন, ‘বাংলাদেশে একটা ফিফা স্বীকৃত স্টেডিয়াম নেই। বাধ্যতামূলক ৩-৪ টা স্টেডিয়াম থাকা উচিত। তো আমি একবারে তো চারটা চাব না একটা করে শুরু করি। এছাড়াও বাচ্চাদের প্র্যাকটিস করার কোনো জায়গা নেই।’

তবে তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থেই লক্ষ্যের পথে এগিয়ে যেতে চান সালাউদ্দিন। বললেন, ‘বাফুফে ও আমার ব্যক্তিগত লক্ষ্য স্টেডিয়াম একটা একটা করে শুরু করা, দু’টো স্বীকৃত স্টেডিয়াম আর দুশো থেকে তিনশ টার্ফ সারা দেশে বসানো। বিশেষ করে শেখ রাসেল যে স্টেডিয়ামগুলো হয়েছে, ওইখানে ৩০০ এর মতো হবে। ওইখানে যদি ৩০০ টার্ফ আপনি দিয়ে দেন, দেখবেন ২৪ ঘণ্টা বাচ্চারা খেলছে। তার থেকে ভবিষ্যতে ২৪টা খেলোয়াড়ও যদি হয়, এটাই আমার লক্ষ্য।’

 

 

আরপি/এসআর-০৪


বিষয়: বাফুফে ঋণ


আপনার মূল্যবান মতামত দিন:

Top