রাজশাহী মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২


মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা


প্রকাশিত:
২০ মার্চ ২০২২ ১৯:৪৪

আপডেট:
২০ মে ২০২৫ ০১:৩১

ফাইল ছবি

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে পিএসজি। এরপর ঘরের মাঠে বোর্দোর সঙ্গে ম্যাচে মেসির উদ্দেশ্যে ভেসে আসে দুয়ো। যেটা কষ্ট দিয়েছে মেসির ভক্তদের মনে, দ্রুতই তিনি পিএসজি ছাড়বেন এমন চাওয়া তাদের।

রবিবার রাতের এল ক্লাসিকোর আগে মেসিকে নিয়ে জানতে চাওয়া হয়েছিল বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের কাছে।

সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বলেছেন, ‘মেসি ইতিহাসের সেরা আর বার্সেলোনার দরজা তার জন্য সবসময় খোলা। যতদিন আমি বার্সাতে আছি, ব্যাপারটা এমন যে চাইলে সে প্রতিদিনই আসতে পারে এখানে। আমার মনে হয় তাকে একটা ট্রিবিউট দেওয়ার দায় আছে আমাদের।’

‘তার পিএসজির সঙ্গে একটা চুক্তি আছে আর আমরা এর চেয়ে বেশি বলতে পারি না। তবে ব্যাপারটা এমন চাইলে সে প্রতিদিনই অনুশীলন দেখতে আসতে পারে আর কোচের সঙ্গে কথা বলতে পারে। মেসি আমাদের যা কিছু দিয়েছে সেটা অমূল্য।’

 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top