মেসি ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা
আর্জেন্টিনা দলের প্রাণভোমরা লিওনেল মেসি। অথচ তিনিই বাদ পড়লেন জাতীয় দল থেকে। চলতি মাসের শেষে ও ফেব্রুয়ারির শুরুতে দুইটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। তবে অবাক করা ব্যাপার হচ্ছে এই দুই ম্যাচের স্কোয়াডেই নেই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা মেসি। যদিও করোনা থেকে মুক্ত হয়ে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন তিনি।
করোনা বাগড়া না দিলে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এবারের রাউন্ডে দুটি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। বাংলাদেশ সময় আগামী ২৮ জানুয়ারি সকাল সোয়া ৬টায় দলটি খেলবে চিলির বিরুদ্ধে। আর ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় নিজেদের মাটিতে খেলবে সফরকারী কলম্বিয়ার বিপক্ষে। এসময় মেসি পিএসজিতেই থাকবেন। মেসি না থাকায় দলে ডাক পেয়েছেন জুভেন্টাসের পাওলো দিবালা। দলে থাকছেন ইউরোপের বড় বড় ক্লাবের নজরে আসা ফরোয়ার্ড ইউলিয়ান আলভারেজও। দলে মেসি না থাকায় এ ফরোয়ার্ডের খেলার সুযোগ আরো বাড়তে পারে।
বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা সবমিলিয়ে সবশেষ ২৭ ম্যাচে অপরাজিত। বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দলটি আছে দশ দলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুই নম্বরে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।
পরবর্তী দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড-
গোলরক্ষক- ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আন্দ্রাদা, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো।
ডিফেন্ডার- নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জার্মান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া।
মিডফিল্ডার- নিকোলাস গঞ্জালেস, লুকাস অক্যাম্পোস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো চেলসো, আলেহান্দ্রো পাপু গোমেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এমিলিয়ানো বুয়েন্দিয়া।
ফরোয়ার্ড- আনহেল দি মারিয়া, আনহেল কোরেয়া, ইউলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা।
আরপি/এসআর-০৭
আপনার মূল্যবান মতামত দিন: