ম্যাচের আগেই স্কোয়াড প্রকাশ, স্মিথের নিষেধাজ্ঞা

দেড় বছরেরও বেশি সময় আগে বল টেম্পারিং কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক স্টিভেন স্মিথ। সঙ্গে নিষিদ্ধ হন তার সহকারী ডেভিড ওয়ার্নার এবং ব্যাটসম্যান ক্যামেরন বেনক্রফট।
এবার এক বছরের জন্য নিষিদ্ধ হলেন আরেক স্মিথ। পুরো নাম এমিলি স্মিথ। একজন নারী ক্রিকেটার। তার অপরাধ, একটি ম্যাচের পুরো একাদশ ম্যাচ শুরুর একঘণ্টা আগেই ইনস্টাগ্রামে প্রকাশ করে দিয়েছিলেন তিনি। তখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একাদশ ঘোষণা করা হয়নি।
নভেম্বরের ২ তারিখ সিডনি থান্ডার্সের বিপক্ষে হোবার্ট হ্যারিকেনের ম্যাচের এক ঘণ্টা আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুরো একাদশ প্রকাশ করে দেন এমিলি স্মিথ। তবে, ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারেনি। তবুও এ অপরাধের কারণে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে শাস্তি দেয়া হলো।
আরপি/আআ
বিষয়: নিষেধাজ্ঞা স্কোয়াড অস্ট্রেলিয়া
আপনার মূল্যবান মতামত দিন: