‘মনে রাখুন,আমরা আর্জেন্টিনার সঙ্গে হারের চেয়ে বেশি জিতি’

সৌদি আরবে প্রীতি ম্যাচে মেসির একমাত্র গোলে আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল। যদিও কোপার সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েই ফাইনালে গিয়েছিল ব্রাজিল। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন ডিফেন্সিভ খেলোয়াড় দানি আলভেজ।
তবে এ পরাজয়কে বড় করে দেখতে চান না ব্রাজিলের তারকা ডিফেন্ডার। তার মতে, মূল্যহীন প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারায় না ব্রাজিল। একই সঙ্গে তিনি এটিও মনে করিয়ে দেন যে মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে সেলেসাওরা।
শুক্রবারের ওই ম্যাচে হারের পর আলভেজ বলেন, ‘যেভাবে ম্যাচটা হলো, তা সত্যিই হতাশাজনক। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি এবং দল গোছানোর ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে। তবে মনে রাখুন, আমরা কিন্তু আর্জেন্টিনার সঙ্গে হারের চেয়ে বেশি জিতি। বিশেষ করে ম্যাচটা যখন মূল্যবান হয়। মূল্যহীন (প্রীতি ম্যাচ) ম্যাচে আমরা অতো গুরুত্ব দেই না।’
তবে, ফিফার স্বীকৃত ম্যাচের হিসেবে জয়ের সংখ্যায় এখন এগিয়ে আর্জেন্টিনাই। দুই দল মুখোমুখি হয়েছে ১০২টি ম্যাচে। যেখানে আর্জেন্টিনার জয় ৩৯ ম্যাচে, ড্র হয়েছে ২৫টি ম্যাচ ও ব্রাজিল জিতেছে বাকি ৩৮টিতে।
আরপি/আআ
বিষয়: আর্জেন্টিনা ব্রাজিল মেসি আলভেজ
আপনার মূল্যবান মতামত দিন: