রাজশাহী বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


আড়াইশ শিশুর পড়াশোনার খরচ দেবেন বাবর


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ১৯:৫৫

আপডেট:
১৫ মে ২০২৪ ০৮:১১

ফাইল ছবি

ভারতের বিপক্ষে বিশ্বকাপে প্রথম কোনো ম্যাচ জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম একটি মহৎ কাজের সঙ্গে যুক্ত হলেন। ২৭ বছর বয়সি ব্যাটিং সুপারস্টার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি একটি ইডিটেক প্ল্যাটফর্ম নুন-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করবেন। এভাবেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপন করতে চান বাবর আজম।

পাকিস্তান অধিনায়কের আদর্শ তার বাবা মোহাম্মদ আজম। ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলার উদ্যোগ তার বাবার। বাবর ঘোষণা করেছেন, ২০ লাখ রুপির একটি তহবিল গঠন করা হবে। ‘আমি ২৫০ যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করে এই জয় উদযাপন করতে চাই। আমার বাবা মোহাম্মদ আজমের এই উদ্যোগ’, বলেছেন তিনি।

ইমরান খান দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। ইউনুস খান পাকিস্তানকে এনে দিয়েছেন টি ২০ বিশ্বকাপ ট্রফি। কিন্তু বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি তারা কেউ। এই প্রথম বিশ্বকাপে ভারতকে হারিয়েছে পাকিস্তান। এক জয়ে ইমরান খান, ওয়াসিম আকরামদের টপকে গেলেন বাবর। ভারতকে হারানোর সময় মাঠে ছিলেন বাবরের বাবা। জয় এনে দেওয়া শটটাও ছিল পাকিস্তান অধিনায়কের। গ্যালারিতে বসে দেখেছেন আজম সিদ্দিকী।

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top