রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


টাইগারদের দুর্বলতা বের করেছে ওমান


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২১ ১৬:৪৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৩:০৩

ফাইল ছবি

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। হেরে গেছে স্কটল্যান্ডের বিপক্ষে। ১৪১ রান তাড়া করতে নেমে ৬ রানে ম্যাচ হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এবার বিশ্বকাপে টিকে থাকার মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান।

এই ম্যাচ হারলে অনেকটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায়। বাংলাদেশকে হারাতে মরিয়া স্বাগতিক ওমানও।ম্যাচের আগে দলটির লেগ স্পিন অলরাউন্ডার খাওয়ার আলি জানিয়েছেন, বাংলাদেশের রান তাড়ায় দুর্বলতা আছে।

তিনি বলেছেন, ‘রান তাড়াতে তাদেরকে (বাংলাদেশ) দুর্বল মনে হচ্ছে। দেখা যাচ্ছে তাদের ব্যাটসম্যানরা ফর্মে নেই। আমরা বলতে পারি তারা চাপেই আছে। কিন্তু আমাদের তিন বিভাগেই ভালো খেলতে হবে। আশা করছি ফলাফল আমাদের দিকেই আসবে।’

নিজেদের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘পাপুয়া নিউ গিনির বিপক্ষে আমরা যেমন আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি, সেটা ধরে রাখা নিয়েই আমরা ভাবছি। এভাবে খেলে সফল হতে পারবো, এটা আমাদের জানা আছে। তাই এখানে কোনো পরিবর্তন আনার কথা এখন ভাবছি না।’

মাহমুদউল্লাহ রিয়াদরা যে চাপে আছেন সেটিও মনে করিয়ে দিয়েছেন খাওয়ার, ‘বাংলাদেশ আগের ম্যাচ হেরেছে। তারা খুব চাপে আছে। এই ম্যাচ জিততে তারা মরিয়া থাকবে। তবে আমরা ইতিবাচক থাকব। আমাদের অনেক অলরাউন্ডার আছে। এটা একটা শক্তি। দলের অনেকেই এক সঙ্গে খেলছে অনেক দিন ধরে। এটাও আমাদের একটা শক্তির জায়গা।’

নিজেদের আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, ‘দল হিসেবে আমরা বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী। কিন্তু আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে আর সেটা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই।’

 

আরপি/ এমএএইচ০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top