রাজশাহী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


আবারও বিসিবি সভাপতি পাপন


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২১ ২১:৩৬

আপডেট:
৭ অক্টোবর ২০২১ ২১:৩৬

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিকঠাকই ছিল। নির্বাচনের ফল, সভাপতি কে হবেন তাও ছিল অনুমতি। হলোও সেটিই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে চতুর্থবারের মতো বসছেন নাজমুল হাসান পাপন।

বুধবার নির্বাচনের পর বৃহ্স্পতিবার সভাপতি বাছাইয়ের জন্য বৈঠকে বসেন ২৫ পরিচালক। বিসিবি সভাপতি হিসেবে তারা নাজমুল হাসান পাপনকেই বেছে নিয়েছেন। বৈঠকে উপস্থিত এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি আগে সরকার থেকে মনোনীত হতো। নাজমুল হাসান পাপন ২০১২ সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি ছিলেন।

২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয়। ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন।

এর আগে গতকাল (৬ অক্টোবর) নির্বাচন হয় বিসিবির পরিচালনা পর্ষদের। নির্বাচন শেষে জানা যায় কোন ২৩ জন আসছেন আগামী ৪ বছরের দায়িত্বে।

সেখানে এবারও পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন। নির্বাচন শেষে আজ (বৃহস্পতিবার) প্রথমবারের মতো বসবে বোর্ড। সেখানেই যাবে যাবে নতুন বোর্ড সভাপতির নাম।

অনেকটা অনুমেয় হয়ে আছে আবার মসনদে বসছেন পাপন। তার আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে আজ বৃহস্পতিবার।

গতকাল নির্বাচন শেষের আগেই অবশ্য মিরপুরের বিসিবি ভবনে ঝুলতে দেখা গেছে ‘সভাপতি’ পাপনের ছবি, যা দিয়ে তাকে শুভেচ্ছা কয়েকটি ক্রিকেট ক্লাব।

 

আরপি/ এমএএইচ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top