রাজশাহী বুধবার, ১লা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


আজই জানা যাবে বিসিবি’র সভাপতির নাম


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২১ ২১:২৭

আপডেট:
৭ অক্টোবর ২০২১ ২১:২৮

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ গত ৩০ সেপ্টেম্বর। এরপর আর সভাপতির দায়িত্বে নেই নাজমুল হাসান পাপন।

গতকাল (৬ অক্টোবর) নির্বাচন হয় বিসিবির পরিচালনা পর্ষদের। নির্বাচন শেষে জানা যায় কোন ২৩ জন আসছেন আগামী ৪ বছরের দায়িত্বে।

সেখানে এবারও পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন। নির্বাচন শেষে আজ (বৃহস্পতিবার) প্রথমবারের মতো বসবে বোর্ড। সেখানেই যাবে যাবে নতুন বোর্ড সভাপতির নাম।

অনেকটা অনুমেয় হয়ে আছে আবার মসনদে বসছেন পাপন। তার আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে আজ বৃহস্পতিবার।

গতকাল নির্বাচন শেষের আগেই অবশ্য মিরপুরের বিসিবি ভবনে ঝুলতে দেখা গেছে ‘সভাপতি’ পাপনের ছবি, যা দিয়ে তাকে শুভেচ্ছা কয়েকটি ক্রিকেট ক্লাব।

মূলত পরিচালনা পরিষদের ভোটেই নির্বাচিত হন সভাপতি। আজকের বৈঠকে ২৩ জন নির্বাচিত পরিচালকের সঙ্গে ক্রীড়া পরিষদের নির্বাচিত ২ জন অর্থাৎ ২৫ পরিচালক ভোট দিয়ে আগামী ৪ বছরের বিসিবি সভাপতি নির্বাচিত করবেন।

সভাপতি হিসেবে পরিচালকদের একমাত্র পছন্দ নাজমুল হাসানই। কারণ ২৫ পরিচালকের মধ্যে ১৯ জনই পুনঃনির্বাচিত হয়েছেন। বাকিরা নতুন মুখ। তারা সকলেই পাপনের আশীর্বাদপুষ্ট।

 

আরপি/ এমএএইচ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top