রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


মেসির ফ্রি কিক মিসে পিএসজির হার


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২১ ১৪:৪৭

আপডেট:
৫ মে ২০২৪ ১৪:২৮

ছবি: সংগৃহীত

নতুন ক্লাবে প্রথম গোলের স্বাদ পেলেও পাঁচ দিনের মধ্যেই হারের তেতো স্বাদ পেলেন মেসি। রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লিড পেতে পারতো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের আধা ঘণ্টার মাথায় ফ্রি কিক পেয়েছিলো তারা। আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি নেন নিখুঁত ফ্রি কিক। কিন্তু গোল বারে লেগে ফিরে যায় বল। যে কারণে পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোল।

আবার দ্বিতীয়ার্ধে বল জালে জড়ালেও সেটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। দুইবার এমন ভাগ্য বিড়ম্বনার ম্যাচে আর গোল করতে পারেনি পিএসজি। তবে বসে থাকেনি প্রতিপক্ষ রেনে। দুই অর্ধে দুই গোল করে হারিয়ে দিয়েছে তারকাবহুল পিএসজিকে।

রেনের মাঠে খেলা ম্যাচটিতে অন্তত ১৩ বার গোলের প্রচেষ্টা চালিয়েছে পিএসজি। কিন্তু একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা। এমনকি বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। কিন্তু কাজের কাজ গোল করে ম্যাচ জিতে নিয়েছে টেবিলের নিচের দিকের দল রেনে।

পিএসজির তারকারা ব্যর্থ হলেও প্রথমার্ধের বিরতির ঠিক আগে লিড নিতে ভুল করেনি রেনে। খেলার ধারার বিপরীতে বাম পাশ দিয়ে আক্রমণে উঠে যায় স্বাগতিকরা। আশয়াফ হাকিমিকে পাশ কাটিয়ে ডি-বক্সের মধ্যে দারুণ এক ক্রস দেন সুলেমান। সেখানে অপেক্ষায় থাকা গাইটান লাবোর্দে দারুণ শটে এগিয়ে দেন দলকে।

পরে দ্বিতীয়ার্ধে ফিরে ব্যবধান বাড়াতে এক মিনিটও সময় নেয়নি পিএসজি। খেলা পুনরায় শুরুর পর পিএসজিকে হকচকিয়ে দেয় স্বাগতিকরা। এবার গোলের যোগানদাতা লাবোর্দে। ডান দিক থেকে তার এগিয়ে দেয়া বলে বাকি কাজ সারেন ফ্ল্যাবিয়েন টেইট। দুই গোলে এগিয়ে যায় রেনে।

দুই মিনিটের মধ্যে দুই গোল হজম করেও দমেনি পিএসজি। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। কিন্তু মিলছিলো না গোল। অবশেষে ৬৮ মিনিটের সময় অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে ওয়ান-টু-ওয়ান করে দুর্দান্ত ফিনিশিং দেন এমবাপে। কিন্তু আক্রমণের শুরুতে অফসাইডে থাকায় বাতিল করা হয় সেই গোল।

অবশ্য এই হারের পরেও পাকাপোক্তভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। নয় ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। সমান ম্যাচে দুই নম্বরে থাকা লেন্সের ঝুলিতে রয়েছে ১৮ পয়েন্ট। পিএসজিকে প্রথম পরাজয়ের স্বাদ দেয়া রেনে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে সাত নম্বরে।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top