রাজশাহী বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


পেনাল্টি মিসে ম্যানইউয়ের হার


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৪

আপডেট:
১ মে ২০২৫ ০৫:৩০

ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে ফার্ণান্ডেজের পেনাল্টি নষ্ট হওয়াতে জিতলো অ্যাস্টন ভিলা। ওল্ড ট্র্যাফোর্ডে হেরে গেলো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শীর্ষস্থানে পৌঁছনোর আশাও পূরণ হল না রেড ডেভিলসদের।

ইএফএল থেকে ছিটকে যাওয়ার পর শনিবার ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে নেমেছিলেন রোনালদোরা। জয়ে ফিরতে মরিয়া ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হল সোলসকারের রেড ডেভিলসদের।

জয়ের লক্ষ্যে থাকা ম্যানচেস্টার কোচ এদিন শুরু থেকেই অলস্টার লাইনআপ মাঠে নামিয়েছিলেন। অপেক্ষা ছিল রোনালদোর পা থেকে ফের একবার গোল দেখার। কিন্তু গোটা ম্যাচে এদিন সেভাবে দেখা যায়নি রোনালদোকে। সুযোগ নষ্ট করেছেন পল পোগবাও। ম্যাচের ৮৮ মিনিটে অঘটন। হওসের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। যদিও ম্যাচে ফেরার সুযোগ এসেছিল ম্যান ইউয়ের সামনে। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় রেড ডেভিলসরা। কিন্তু জালে বল জড়াতে ব্যর্থ হন ব্রুনো ফার্ণান্ডেজ।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top