এভারেস্ট লিগে খেলতে নেপালে তামিম

নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্রিকেটে খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তামিম।
ইপিএলে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম। বাংলাদেশের এ তারকা ক্রিকেটারকে আইকন খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তামিমের ভাইরাহাওয়ার জার্সি গায়ে জড়াবেন সাবেক লঙ্কান তারকা উপুল থারাঙ্গাও।
ইপিএলে আলো ছড়াতে প্রস্তুত শহীদ আফ্রিদি, সিকান্দার রাজা ও ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটাররা। ২৫ সেপ্টেম্বর পর্দা উঠবে ইপিএলের। নেপালের এ ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলবে ৯ অক্টোবর পর্যন্ত।
হাঁটুর ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেই ফিরেছিলেন দেশে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৮ সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তামিম ইকবালকে। মিস করেছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ। শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
তবে হাঁটুর ইনজুরি কাটিয়ে এখন পুরোই সুস্থ তামিম। গত কয়েক দিন ধরে মিরপুর স্টেডিয়ামে টানা অনুশীলনও করেছেন। ঠিক কতটা সুস্থ হয়েছেন, ম্যাচ খেলার জন্য ফিট হয়েছেন, তা জানতেই নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে গেলেন বাঁহাতি এ ওপেনার।
আরপি/এসআর-১১
আপনার মূল্যবান মতামত দিন: