আইপিএল খেলতে দুবাই যাচ্ছেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের বাকি অংশ খেলতে রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিসিবির সূত্রে জানা গেছে, রোববার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন সাকিব। এবারের আসরে সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
অন্যদিকে রাজস্থান রয়্যালসের খেলোয়াড় পেসার মুস্তাফিজুর রহমান আগামী দু-একদিনের মধ্যেই আরব আমিরাত যাবেন বলে জানা গেছে। আইপিএল খেলতে যাওয়ার প্রস্তুতি নিতে সদ্যসমাপ্ত বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের শেষ ম্যাচটিতে দেখা যায়নি সাকিব, মুস্তাফিজকে।
গত ৯ এপ্রিল আইপিএলের চতুর্দশ আসর শুরু হলেও জৈব সুরক্ষা বলয়ে করোনা হানা দিলে ২ মের পর বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। বন্ধ হয়ে যাওয়া টুর্নামেন্টের বাকি অংশ শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। বাকি অংশের পুরোটাই হবে সংযুক্ত আরব আমিরাতে।
আরপি/এসআর-০৪
আপনার মূল্যবান মতামত দিন: