রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


৮১৮ দিন পর

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল!


প্রকাশিত:
১৯ আগস্ট ২০১৯ ০৫:৩৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৯

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল!

৮১৮ দিন পর এই প্রথম বার্সাকে টপকে শীর্ষে এলো রিয়াল। ২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম একেবারে লিগের প্রথম ম্যাচে জয় এবং বার্সার উপরে থেকে শুরু করতে পারলো রিয়াল। ওই মৌসুমে লা লিগা শিরোপাও জিতেছিল রিয়াল।

 ্লা লিগার প্রথম ম্যাচে সেল্টা ভিগোকে ১-৩ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে অ্যাটলেটিকো বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।এদিকে প্রথম ম্যাচ জিতে রিয়াল খেলোয়াড় এবং সমর্থকদের জন্য বিশাল একটি স্বস্তির ব্যাপার আছে।

প্রতিপক্ষের মাঠে গিয়ে লিগের প্রথম ম্যাচ জিতে এই প্রথম পয়েন্ট টেবিলে বার্সেলোনার উপরে উঠতে পারলো রিয়াল মাদ্রিদ। সময়টা তিন বছরেরও কাছাকাছি। ৮১৮ দিন।

২০১৬-১৭ মৌসুমে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। সেবারই সর্বশেষ পয়েন্ট টেবিলে বার্সেলোনার ওপর থাকতে পেরেছিল রিয়াল। এরপর পুরো দু'টি মৌসুম অতিক্রম করলেও বার্সাে টপকে যেতে পারেনি রিয়াল মাদ্রিদ।

রাজশাহী পোস্ট / এম 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top