তালেবান দখলে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবে আফগানিস্তান

তালেবানরা আফগানিস্তানকে দখলে নিলেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান।
সম্প্রতি সংবাদ সংস্থা ‘এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে হিকমত বলেন, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবো। সেই প্রস্তুতিই চলছে। যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কাবুলে অনুশীলন শুরু হবে।
তিনি আরও জানান, বিশ্বকাপের প্রস্তুতির জন্য আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে আফগানিস্তানের। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজে দিবে।
হোম অফ ক্রিকেটে প্রথম ম্যাচের জন্য আফগানিস্তানের দল ঘোষণা
হিমকত বলেন, আমরা অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ভেন্যু খুঁজছি। এটা হবে বিশ্বকাপের সেরা প্রস্তুতি। আমরা শ্রীলংকা, মালয়েশিয়ার মতো কয়েকটি দেশের সাথে কথা বলেছি। দেখা যাক, কোথায় আয়োজন করা যায়।
তালেবানরা আফগানিস্তান দখল করায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় তৈরি হয় আফগানদের। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন হিকমত। চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপে আফগানিস্তান খেলবে বলে জানান তিনি। এমনকি, বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিও শুরু হচ্ছে আফগানদের।
আরপি/এসআর-১৬
আপনার মূল্যবান মতামত দিন: