রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


শাস্তির মুখে অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল দল


প্রকাশিত:
১১ আগস্ট ২০২১ ১৫:৩৭

আপডেট:
১১ আগস্ট ২০২১ ১৫:৩৮

অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল দল। ছবি: সংগৃহীত

কোপা আমেরিকায় হারের বেদনা ভুলিয়ে দিয়েছিল ব্রাজিল দল। টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকে সোনার মেডেল জিতেছে দলটি। ব্রাজিল ফুটবল দল দেশে ফিরে যখন আনন্দে মাতোয়ারা ফুটবল পাগল দেশটি তখনই জাপান থেকে ভেসে এলো দুঃসংবাদ।

ব্রাজিলের ফুটবলারদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করছে ব্রাজিল অলিম্পিক কমিটি।

দানি আলভেসের দলের অন্যায়, চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার গ্রহণের সময় ব্রাজিলের সরকারি ইউনিফর্ম পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন তারা। এতেই চটেছে ব্রাজিলের অলিম্পিক কমিটি। অবশ্য সঙ্গত কারণও রয়েছে।

জানা গেছে, যে ইউনিফর্ম পরে চ্যাম্পিয়ন ব্রাজিল দলকে পুরস্কার গ্রহণ করতে বলা হয়েছিল তার মূল স্পনসর চীনা সংস্থা পিক স্পোর্টস। কিন্তু রিচার্লিসনরা নাইকির জার্সিতে মঞ্চে উঠেন। পিক স্পোর্টসের জ্যাকেট কোমরে বাঁধা ছিল তাদের।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফুটবল ফেডারেশনকেও একহাত নিয়েছে ব্রাজিলের অলিম্পিক কমিটি। তারা একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে রিচার্লিসনদের তীব্র নিন্দা করে শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছে।

ব্রাজিল অলিম্পিক কমিটি জানিয়েছে, ফুটবলারদের এমন অবিবেচকের মতো ঘটনায় পিক স্পোর্টস, অন্যান্য স্পনসর সংস্থার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে চুক্তি বিচ্ছেদ করা হতে পারে। আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে ব্রাজিল অলিম্পিক সংস্থা। এমনকি ভবিষ্যতে স্পনসর পাওয়ার ক্ষেত্রেও এই ঘটনা সমস্যায় ফেলতে পারে তাদের। তথ্যসূত্র: রয়টার্স

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top