রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


আইপিএলের বাকি অংশেও খেলবে সাকিব-মুস্তাফিজ


প্রকাশিত:
৫ আগস্ট ২০২১ ১৮:৩১

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২১:৫৮

ফাইল ছবি

ইংল্যান্ড সফর পিছিয়ে যাওয়ায় লাভ হয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। আইপিএলে খেলতে যেতে পারবেন তারা। তবে দু'জনকেই খেলার অনুমতি চেয়ে চিঠি দিতে হবে বিসিবিকে।

গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, 'জাতীয় দলের কার্যক্রম না থাকলে খেলতে পারবে। তারা একটা চিঠি দিলেই হয়তো ছুটি দিয়ে দেবে। কারণ, তারা তো আইপিএলে ভারতের অংশে খেলেছে।'

সাকিব-মুস্তাফিজের এনওসি নেওয়াই আছে। শ্রীলঙ্কায় টেস্ট না খেলে আইপিএলে খেলেছেন দু'জনই। সাকিবের দল কলকাতা নাইটরাইডার্স আর মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টে ভালোই খেলছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।

বায়োসিকিউর বাবলে করোনা হানা দেওয়ায় মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট শেষ করতে বাকি খেলা হবে টি২০-র বিশ্বকাপ ভেন্যু আরব আমিরাতে সেপ্টেম্বর-অক্টোবরে।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top