রাজশাহী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


১০ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান পেলেন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরষ্কার


প্রকাশিত:
৪ আগস্ট ২০২১ ২০:২৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩৭

ছবি: সংবাদ সম্মেলন

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরষ্কার-২০২১ ঘোষণা করা হয়েছে। এবার সাতটি বিভাগে ১০ জন ও দুইটি প্রতিষ্ঠান পেয়েছে সম্মাননা। বৃহস্পতিবার (৫ আগস্ট) পুরষ্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরষ্কারপ্রাপ্তরা ১ লক্ষ টাকা ও সম্মাননা স্মারক পাবেন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ পুরষ্কারের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদনগুলো পুরষ্কার যাচাই বাছাই কমিটি পর্যালোচনা করেছে।

এবার আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। সেরা ফেডারেশন নির্বাচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেরা ক্রীড়াবিদের পুরষ্কার পাচ্ছেন তিনজন। এরা হচ্ছেন রোমান সানা, মাবিয়া আক্তার এবং মাহফুজা খাতুন শিলা। সেরা সংগঠকের পুরষ্কার পেয়েছেন মঞ্জুর কাদের ও কা শৈলা। এছাড়া সেরা উদীয়মান ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ক্রিকেটার আকবর আলী, দাবাড়ু ফাহাদ রহমান এবং উন্নতি খাতুন।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top