ম্যানইউর হারে লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি

জয়ের ছন্দে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার লেস্টার সিটির বিপক্ষে অবশ্য ছন্দ পতন। হার মানল রেড ডেভিলরা। তার পথে ধরে হাসিমুখ ম্যানচেস্টার সিটির ভক্তদের। মাঠের বাইরে থেকেই মিলল সুখবর। তিন ম্যাচ হাতে রেখেই সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন।
মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের মাঠেই কীনা লেস্টারের বিপক্ষে ১-২ গোলে হারল ম্যানইউ। লুক টমাসের গোলে এগিয়ে যায় লেস্টার। এরপর সমতা ফেরান ম্যাসন গ্রিনউড। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটিকে হতাশায় ডুবিয়ে গোলটি করেন চালার সুইয়োনজু।
লেস্টারের এমন জয়ে তিন ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল পেপ গার্দিওলার সিটি। ৩৫ ম্যাচে ২৫ জয় ও পাঁচ ড্রয়ে ৮০ পয়েন্টে তাদের। ম্যানইউ ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এরপরই। লেস্টারের অর্জন ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি।
ইতিহাস জানাচ্ছে এবার নিয়ে সপ্তমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতল সিটি। এখন ট্রেবল জয়ের সামনে তারা। লিগ কাপ শিরোপা জিতেছে আগেই। সঙ্গে লিগ। ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসিকে হারালেই ধরা দেবে ট্রেবল। দারুণ সময় কাটাচ্ছে গার্দিওলার দল।
আরপি / এমবি-২
বিষয়: ম্যানসিটি চ্যাম্পিয়ন
আপনার মূল্যবান মতামত দিন: