বাংলাদেশ-শ্রীলংকা টেস্টে করোনার হানা

শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামের এক মাঠকর্মীর শরীরের করোনা সংক্রমিত হয়েছে। বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইড ক্রিকবাজকে জানিয়েছেন শ্রীলংকা ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার প্রাসান্না রদ্রিগো।
শুক্রবার বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্টের তৃতীয় দিনে ওই মাঠকর্মীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তার সংস্পর্শে আসা ৯ জনকে ইতোমধ্যেই আইসোলেশনে নেওয়া হয়েছে।
রদ্রিগো বলেছেন, মাঠে ঢোকার আগে আমাদের নিয়মিত পরীক্ষার সময় একজন অস্থায়ী কর্মী করোনা পজিটিভ হয়েছেন। যখন সে পজিটিভ আসে, তার সংস্পর্শে আসা আরও ৯ জনকে আমরা আইসোলেশনে পাঠিয়েছি।
শ্রীলংকার বিপক্ষে কেন্ডি টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও মুমিনুল হক সৌরভের (১২৭) সেঞ্চুরি আর তামিম ইকবাল (৯০), মুশফিকুর রহিম (৬৮*) ও লিটন দাসের (৫০) ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। ৮৫ রানে অপরাজিত আছেন করুনারত্নে। এখনও ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ দল।
আরপি / এসআই
আপনার মূল্যবান মতামত দিন: