কোহলির অন্যরকম ডাবল সেঞ্চুরি

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ব্যাট হাতে অসংখ্য রেকর্ড ভাঙছেন তিনি। নতুন করে লিখছেন নিজের নামে। এবার অধিনায়ক হিসেবে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের তৃতীয় ওয়ানডেতে টস করতে নেমে এই রেকর্ড গড়েছেন তিনি। অধিনায়ক হিসেবে এটি কোহলির দুইশতম ম্যাচ। ক্রিকেট ইতিহাসের মাত্র অষ্টম অধিনায়ক হিসেবে এমন কীর্তি গড়েছেন ভারতীয় অধিনায়ক।
ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে অধিনায়কত্বের ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। এর আগে মোহাম্মদ আজহারউদ্দিন এবং মহেন্দ্র সিং ধোনি এই মাইলফলক স্পর্শ করেছিলেন। ভারতকে সর্বমোট ২২১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আজহারউদ্দিন।
ধোনির অধিনায়কত্বে ভারত খেলেছে ৩৩২ ম্যাচে। যা ক্রিকেট ইতিহাসেই সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার সর্বোচ্চ রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৩২৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।
এই দুজনের পরে রয়েছেন ৩০৩ ম্যাচে নেতৃত্ব দেওয়া নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং এবং ২৮৬ ম্যাচে নেতৃত্ব দেওয়া দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।
আরপি / এমবি-১৩
আপনার মূল্যবান মতামত দিন: