রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


টাইগার একাদশে নেই মুশফিক, অভিষিক্ত দুই


প্রকাশিত:
২৮ মার্চ ২০২১ ১৩:৪৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২৩:৫০

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণে আগেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়ে রেখেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার কাঁধের চোটের কারণে খেলতে পারছেন না মুশফিকুর রহীমও। ফলে দুই অভিজ্ঞ তারকাকে বাইরে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে রোববার (২৮ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ। সফরে টানা চতুর্থ ম্যাচে টস হারল টাইগাররা।

তামিম-মুশফিককে ছাড়া খেলতে নেমে জোড়া অভিষেক করিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁহাতি ফাস্ট বোলার শরিফুল ইসলাম। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন লিটন দাস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবারই প্রথম সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহীম- এ তিনজনের কাউকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ দল। তিন ফরম্যাট মিলে সবশেষ এমনটা হয়েছিল ২০০৬ সালের আগস্টে। এরপর থেকে প্রতিটি ম্যাচেই টাইগার একাদশে এ তিনজনের অন্তত একজন ছিলেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, টিম সাউদি, ইশ সোধি, হ্যামিশ বেনেট ও লকি ফার্গুসন।

আরপি / এমবি-২

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top