রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


জিতেও বিদায় নিতে হলো রোনালদোর জুভেন্টাসকে


প্রকাশিত:
১০ মার্চ ২০২১ ১৫:৫৭

আপডেট:
৫ মে ২০২৪ ০৫:৫৮

ছবি: সংগৃহীত

এর চেয়েও কষ্টের কিছু আর হয়? নিজেদের মাঠে এফসি পোর্তোকে ৩-২ গোলে হারালো জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানও সমান ৪ করে; কিন্তু শেষ পর্যন্ত অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে জুভেন্টাসকে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে দিলো এফসি পোর্তো। টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হলো রোনালদোদের।

ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। এই অতিরিক্ত সময়ের থ্রিলারেই বাজিমাত করে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো। জুভেন্টাসের মাঠে ২ গোল দেয়ার সুবাধে এগিয়ে যায় তারা। আগের ম্যাচে নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছিল তারা জুভেন্টাসকে।

ফিরতি লেগে জুভদের মাঠে ৩-১ গোলে হারলেও বিদায় নিশ্চিত ছিল তাদের। কিন্তু হারটা হলো তাদের ৩-২ গোলে। ১০ জনের দল নিয়েও জুভদের ওপর ছড়ি ঘোরাল পোর্তো। ফলে দুই ম্যাচ মিলিয়ে দু’দলেরই গোল দাঁড়াল ৪-৪। পয়েন্ট সমান, গোল সমান। কিন্তু অ্যাওয়ে গোলে এগিয়ে গেলো পোর্তো।

আগের মৌসুমেও ঠিক একইভাবে বিদায় নিতে হয়েছিল জুভেন্টাসকে। লিওঁর মাঠে গিয়ে তারা হেরে এসেছিল ১-০ গোলে। ফিরতি ম্যাচে নিজেদের মাঠে ২-১ গোলে জেতার পর গোল ব্যবধান ২-২ হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে জুভদের বিদায় করে দিয়েছিল লিওঁ। এবারও ঠিক একই কাণ্ড রোনালদোদের সঙ্গে।

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top