রাজশাহী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


মাঝপথে বন্ধ হলো বাংলাদেশের ম্যাচ


প্রকাশিত:
৫ মার্চ ২০২১ ২২:৩৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৯

ছবি: সংগৃহীত

আগের দিনই করোনার কবলে পড়ে পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। এবার করোনার আঘাত এসে লেগেছে বাংলাদেশের ক্রিকেটেও। বাংলাদেশ এমার্জিং আর আয়ারল্যান্ড উলভস দলের মধ্যে খেলা চলাকালে খবর এলো আইরিশ পেসার রুয়ান প্রিটোরিয়াসের করোনাক্রান্ত হওয়ার খবর। তাতেই দুই দলের প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচটি হয়ে গেছে স্থগিত।

শুক্রবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছিল নির্ধারিত সময়েই। তবে ৩০ ওভার পর খবর আসে, করোনায় আক্রান্ত হয়েছেন পেসার প্রিটোরিয়াস। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দেওয়া হয় ম্যাচ। আর প্রিটোরিয়াসকে সরিয়ে আলাদা করে দেওয়া হয় দল থেকে।

আজ আবার করোনা পরীক্ষা হওয়ার কথা দুই দলের। সেখানে সবাই করোনা নেগেটিভ এলে তবেই আগামীকাল আবার মাঠে গড়াবে ম্যাচটি। আর নতুন করে করোনাক্রান্ত হওয়ার খবর এলে শঙ্কা আছে পুরো সিরিজটাই বাতিল হয়ে যাওয়ার।

স্থগিত হয়ে যাওয়ার আগে টসে হেরে ব্যাট করছিল বাংলাদেশ। সাইফ হাসান আর তৌহিদ হৃদয়ের দুটো ত্রিশোর্ধ্ব ইনিংসের কল্যাণে ৩০ ওভারে বাংলাদেশ চার উইকেট হারিয়ে তুলেছিল ১২২ রান।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ এমার্জিং দল ১২২/৪ (৩০), সাইফ ৩১, হৃদয় ৪৪*, শামীম ২২*; অ্যাডায়ার ২/১৯, প্রিটোরিয়াস ১/১৪

আরপি / এমবি-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top